Patient's Feedback
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
যদিও অনলাইন কেনাকাটা নয় এটা, কিন্তু পেইজ আছে যেহেতু...
তো, যবে থেকে মনে পড়ে দাঁত নিয়ে কোনকালেই চিন্তিত ছিলাম না। ফলাফল দাঁত ডিসকালার হয়ে যাওয়া। তাও পাত্তা দিলাম না। ভাবলাম এ আর এমন কী? কিন্তু দাঁত এমন একটা পার্ট, সেটাকে পাত্তা না দিলেই নয়।
গেলাম নিজের মেডিকেলে। ম্যাম বললেন স্কেলিং লাগবে। কিন্তু কেন বা কী হয়েছে, কোনকিছুই বললেন না। আবারো পাত্তা পেলো না দাঁত।
অনেকদিন পর Mishkat Juwairiya আপু সিলেটের গ্রুপে বললেন উনি উনার কয়েকটা বই বিক্রি করে দিবেন। কেউ নিবে কিনা। ভাবলাম, নক দিয়েই দেখি। এতগুলো বই বাজেটে হয়ত হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপু খুবই কম দামে দিয়ে দিতে চাইলেন। এদিকে লাজ-শরমের মাথা খেয়ে আরেকটু কমালাম আমি। অথচ আপুর সাথে মাত্রই পরিচয় হয়েছে! বই যেদিন আনতে যাই, সেদিন দেখলাম আপু ডেন্টিস্ট। নিজের চেম্বার আছে, সাথে ভাইও বসেন। আর কথা বলার এক পর্যায়ে জানলাম, আপু রিভার্টেড। আমার তখন কি যে লজ্জা লাগছিল বইয়ের দামের জন্য!
যাই হোক, আপুকে পাওয়ার পর ভাবলাম আপুকে একবার দাঁতের সমস্যার কথা বলি। আপু দেখে ওইদিনই স্কেলিং এর জন্য বললেন। এম্নিতে সরাসরি না দেখলেও ভিডিও বা পোস্টে দেখেছি দাঁতের প্রসিডিউরগুলায় পেইন হয়। এদিকে স্কেলিং নিয়ে আমার কোন আইডিয়াই নাই। যাই হোক, আপুর উপর ভরসা করে বসলাম। স্কেলিং মাত্র ২ দাঁতের করেছেন, এমন সময় কারেন্ট চলে গেলো। কী আর করার? পরেরদিন আবার গিয়ে সম্পূর্ণ করে আসলাম।
যা ভালো লাগার:
১। 'Rappo' : যাওয়ার পর দাঁত দেখে আপু আমাকে সমস্যা কী সেটা বললেন। এই সমস্যায় কেন স্কেলিং করতে হবে, না করলে কী হবে সেটা বললেন। (নাহলে রাজি হতাম নাকি!) এছাড়াও কীভাবে এটা প্রিভেন্ট করা যাবে, বেটার হবে বললেন।
২। নিকাব নিয়ে টানাটানি নেই। রুমটা পর্দা দিয়ে ২ ভাগ করা। আপুর প্যাশেন্ট থাকলে ভাই পর্দার ওদিকে কাউচে বসে বই পড়েন।
যে জিনিসটা নিয়ে আমি সহ অনেক আপু/আন্টিরাই সাফার করেন।
৩। অভারঅল ট্রীটমেন্ট নিয়ে আমি সন্তুষ্ট। কারণ দাঁত দেখতে মনে হচ্ছে নতুন নতুন। এবার বাকিটা আমার দায়িত্ব।
৪। Last but not the least, ডাক্তার হিসেবে এই প্রথম কারোর থেকে প্রিভিলেজ পেলাম। অবশ্যই এটা একটা ভালো দিক। সবাই হয়ত করেন ও না।
যারা দাঁতের সমস্যা নিয়ে বসে আছেন, নিশ্চিন্তে চলে যেতে পারেন An-Nur Dental Surgery তে। শুধু মহিলারাই না, পুরুষরাও পারবেন।
collected
3 comments
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন