Dental Scaling
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্কেলিং
দাঁতের গোড়ায় জমে থাকা পাথর, দাঁতের উপর পরা দাগ এবং এমন প্লাক যা সাধারণত দাঁত ব্রাশিং এর মাধ্যমে সরানো করা যায় না তা স্কেলিং এর মাধ্যমে অপসারণ করা হয়।
স্কেলিং নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন
না,স্কেলিং করলে দাঁত সাদা হয় না। স্কেলিং করে দাঁতের সারফেস এর দাগ দূর করা হয় এবং মাড়ির চিকিৎসা করা হয় এতে দাঁত ও মুখ গহব্বর পরিষ্কার হয়।
২. স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়-
না, যথাযথ নিয়ম এ স্কেলিং করলে দাঁতের কোন ক্ষতি হয় না। তবে যাদের দাঁতের এনামেল বা দাঁতের বাহিরের সাদা অংশ নষ্ট হয়ে গেছে অথবা দাঁতের রুট বা শেকড়ের কিছু অংশ বের হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্কেলিং চলাকালীন বা চিকিৎসা পরবর্তী সাময়িক দাঁত শিরশিরভাব থাকতে পারে।
৩. স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায় বা নড়ে যায়-
স্কেলিং এর কারনে দাঁত ফাঁকা হয় না বা নড়ে যায় না।
দাঁতের গোড়ায় পাথর জমে থাকার কারনে মাড়ি নীচে নেমে যায় এবং হাড্ডি ক্ষয় হয়, স্কেলিং করলে অনেকদিনের জমে থাকা পাথর সরানোর ফলে দাঁতের আসল পরিস্থিতি দেখা যায়। তখন আপাত দৃষ্টিতে মনে হয় দাঁত ফাঁকা হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে।
৪. স্কেলিং কি বারবার করা লাগে-
স্কেলিং কতদিন পরপর করা লাগবে তার বাধাধরা কোনো হিসাব নেই। তবে ৬ মাস পরপর আপনার নিকটস্থ বি.ডি.এস ডিগ্রিধারী চিকিৎসক এর শরনাপন্ন হোন। আপনার চিকিৎসকই আপনার স্কেলিং বা অন্য কোনো চিকিৎসা লাগবে কি না তা জানাবেন।
৫. স্কেলিং না করলে আমার কি ক্ষতি হবে-
স্কেলিং না করলে প্রথমত মাড়ির প্রদাহের সৃষ্টি হয়। মাড়ি নীচে নেমে যায় এবং দাঁতের সাপোর্টিং বোন বা হাড্ডি ক্ষয় হওয়া শুরু হয়। পরবর্তীতে পেরিওডন্টাল লিগামেন্টগুলো নষ্ট হওয়া শুরু হয়, মুখে দূর্গন্ধ সৃষ্টি হয়। একসময় দাঁত নড়া শুরু হয় এবং একটা সময় দাঁত পড়ে যায়।
দাঁত ও মুখগহ্বর সংক্রান্ত যেকোনো সমস্যায় আপনি আসতে পারেন আন-নূর ডেন্টাল সার্জারীতে।
ঠিকানা - দর্শন দেউড়ি, হাউজিং এস্টেট গলির পাশে,ফুজি স্টুডিওর উপরের তলা।
সময়- বিকাল ৫টা থেকে রাত ৯টা(শুক্রবার বন্ধ)
যোগাযোগ - +8801722234899
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন