পোস্টগুলি

Patient's Feedback

ছবি
  যদিও অনলাইন কেনাকাটা নয় এটা, কিন্তু পেইজ আছে যেহেতু... তো, যবে থেকে মনে পড়ে দাঁত নিয়ে কোনকালেই চিন্তিত ছিলাম না। ফলাফল দাঁত ডিসকালার হয়ে যাওয়া। তাও পাত্তা দিলাম না। ভাবলাম এ আর এমন কী? কিন্তু দাঁত এমন একটা পার্ট, সেটাকে পাত্তা না দিলেই নয়। গেলাম নিজের মেডিকেলে। ম্যাম বললেন স্কেলিং লাগবে। কিন্তু কেন বা কী হয়েছে, কোনকিছুই বললেন না। আবারো পাত্তা পেলো না দাঁত। অনেকদিন পর Mishkat Juwairiya আপু সিলেটের গ্রুপে বললেন উনি উনার কয়েকটা বই বিক্রি করে দিবেন। কেউ নিবে কিনা। ভাবলাম, নক দিয়েই দেখি। এতগুলো বই বাজেটে হয়ত হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপু খুবই কম দামে দিয়ে দিতে চাইলেন। এদিকে লাজ-শরমের মাথা খেয়ে আরেকটু কমালাম আমি। অথচ আপুর সাথে মাত্রই পরিচয় হয়েছে! বই যেদিন আনতে যাই, সেদিন দেখলাম আপু ডেন্টিস্ট। নিজের চেম্বার আছে, সাথে ভাইও বসেন। আর কথা বলার এক পর্যায়ে জানলাম, আপু রিভার্টেড। আমার তখন কি যে লজ্জা লাগছিল বইয়ের দামের জন্য! যাই হোক, আপুকে পাওয়ার পর ভাবলাম আপুকে একবার দাঁতের সমস্যার কথা বলি। আপু দেখে ওইদিনই স্কেলিং এর জন্য বললেন। এম্নিতে সরাসরি না দেখলেও ভিডিও বা পোস্টে দেখেছি দাঁতের...

Dental Scaling

ছবি
স্কেলিং দাঁতের গোড়ায় জমে থাকা পাথর, দাঁতের উপর পরা দাগ এবং এমন প্লাক যা সাধারণত দাঁত ব্রাশিং এর মাধ্যমে সরানো করা যায় না তা স্কেলিং এর মাধ্যমে অপসারণ করা হয়। স্কেলিং নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন ১. স্কেলিং করলে দাঁত সাদা হয়- না,স্কেলিং করলে দাঁত সাদা হয় না। স্কেলিং করে দাঁতের সারফেস এর দাগ দূর করা হয় এবং মাড়ির চিকিৎসা করা হয় এতে দাঁত ও মুখ গহব্বর পরিষ্কার হয়। ২. স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়- না, যথাযথ নিয়ম এ স্কেলিং করলে দাঁতের কোন ক্ষতি হয় না। তবে যাদের দাঁতের এনামেল বা দাঁতের বাহিরের সাদা অংশ নষ্ট হয়ে গেছে অথবা দাঁতের রুট বা শেকড়ের কিছু অংশ বের হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্কেলিং চলাকালীন বা চিকিৎসা পরবর্তী সাময়িক দাঁত শিরশিরভাব থাকতে পারে। ৩. স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায় বা নড়ে যায়- স্কেলিং এর কারনে দাঁত ফাঁকা হয় না বা নড়ে যায় না। দাঁতের গোড়ায় পাথর জমে থাকার কারনে মাড়ি নীচে নেমে যায় এবং হাড্ডি ক্ষয় হয়, স্কেলিং করলে অনেকদিনের জমে থাকা পাথর সরানোর ফলে দাঁতের আসল পরিস্থিতি দেখা যায়। তখন আপাত দৃষ্টিতে মনে হয় দাঁত ফাঁকা হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে। ৪. স্কেলিং ...