Patient's Feedback
 
  যদিও অনলাইন কেনাকাটা নয় এটা, কিন্তু পেইজ আছে যেহেতু... তো, যবে থেকে মনে পড়ে দাঁত নিয়ে কোনকালেই চিন্তিত ছিলাম না। ফলাফল দাঁত ডিসকালার হয়ে যাওয়া। তাও পাত্তা দিলাম না। ভাবলাম এ আর এমন কী? কিন্তু দাঁত এমন একটা পার্ট, সেটাকে পাত্তা না দিলেই নয়। গেলাম নিজের মেডিকেলে। ম্যাম বললেন স্কেলিং লাগবে। কিন্তু কেন বা কী হয়েছে, কোনকিছুই বললেন না। আবারো পাত্তা পেলো না দাঁত। অনেকদিন পর Mishkat Juwairiya  আপু সিলেটের গ্রুপে বললেন উনি উনার কয়েকটা বই বিক্রি করে দিবেন। কেউ নিবে কিনা। ভাবলাম, নক দিয়েই দেখি। এতগুলো বই বাজেটে হয়ত হবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপু খুবই কম দামে দিয়ে দিতে চাইলেন। এদিকে লাজ-শরমের মাথা খেয়ে আরেকটু কমালাম আমি। অথচ আপুর সাথে মাত্রই পরিচয় হয়েছে! বই যেদিন আনতে যাই, সেদিন দেখলাম আপু ডেন্টিস্ট। নিজের চেম্বার আছে, সাথে ভাইও বসেন। আর কথা বলার এক পর্যায়ে জানলাম, আপু রিভার্টেড। আমার তখন কি যে লজ্জা লাগছিল বইয়ের দামের জন্য! যাই হোক, আপুকে পাওয়ার পর ভাবলাম আপুকে একবার দাঁতের সমস্যার কথা বলি। আপু দেখে ওইদিনই স্কেলিং এর জন্য বললেন। এম্নিতে সরাসরি না দেখলেও ভিডিও বা পোস্টে দেখেছি দাঁতের...
