Dental Scaling
স্কেলিং দাঁতের গোড়ায় জমে থাকা পাথর, দাঁতের উপর পরা দাগ এবং এমন প্লাক যা সাধারণত দাঁত ব্রাশিং এর মাধ্যমে সরানো করা যায় না তা স্কেলিং এর মাধ্যমে অপসারণ করা হয়। স্কেলিং নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন ১. স্কেলিং করলে দাঁত সাদা হয়- না,স্কেলিং করলে দাঁত সাদা হয় না। স্কেলিং করে দাঁতের সারফেস এর দাগ দূর করা হয় এবং মাড়ির চিকিৎসা করা হয় এতে দাঁত ও মুখ গহব্বর পরিষ্কার হয়। ২. স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায়- না, যথাযথ নিয়ম এ স্কেলিং করলে দাঁতের কোন ক্ষতি হয় না। তবে যাদের দাঁতের এনামেল বা দাঁতের বাহিরের সাদা অংশ নষ্ট হয়ে গেছে অথবা দাঁতের রুট বা শেকড়ের কিছু অংশ বের হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্কেলিং চলাকালীন বা চিকিৎসা পরবর্তী সাময়িক দাঁত শিরশিরভাব থাকতে পারে। ৩. স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায় বা নড়ে যায়- স্কেলিং এর কারনে দাঁত ফাঁকা হয় না বা নড়ে যায় না। দাঁতের গোড়ায় পাথর জমে থাকার কারনে মাড়ি নীচে নেমে যায় এবং হাড্ডি ক্ষয় হয়, স্কেলিং করলে অনেকদিনের জমে থাকা পাথর সরানোর ফলে দাঁতের আসল পরিস্থিতি দেখা যায়। তখন আপাত দৃষ্টিতে মনে হয় দাঁত ফাঁকা হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে। ৪. স্কেলিং ...